ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বোরকা পরেও শেষ রক্ষা হলো না ধর্ষকের!

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ১৯:১৮, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২১, ১৯ মার্চ ২০২৫

বোরকা পরেও শেষ রক্ষা হলো না ধর্ষকের!

ছবি: প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহ আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের পর বোরকা পরে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয় সে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে যায় অভিযুক্ত শাহ আলম। সেখানেই তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ধর্ষণের ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শাহ আলম রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর চেষ্টা করলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, "রাতেই অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

ভুক্তভোগী ও তার পরিবার এই নির্মম ঘটনার উপযুক্ত বিচার চায়। তারা দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় অধিবাসীরাও এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।

এম.কে.

×