ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১২:২৪, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১২:২৫, ১৯ মার্চ ২০২৫

ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে 

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী জামান মিয়া জানান, চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ওএমএস ডিলারশিপের জন্য আবেদন করেন। মাত্র দুই দিন পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালাম তাকে ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেন। তবে পরে বেশি টাকার বিনিময়ে ওই ডিলারশিপ অন্য একজনকে দিয়ে দেন বলে অভিযোগ করেন জামান মিয়া। তিনি প্রতারণার শিকার হয়ে টাকা ফেরত পাননি বলেও দাবি করেন।

পরবর্তীতে তিনি ২৩ ফেব্রুয়ারি খাদ্যশস্য ও খাদ্যসামগ্রী ব্যবসার লাইসেন্স পুনরায় তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেন। তবে অভিযোগ করার পরও কোনো তদন্ত হয়নি বা তাকে কেউ ডাকেনি বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে, তবে সেটি অনেক আগের। তিনি আরও বলেন, "আমি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো। তবে ঘুষ নেওয়ার অভিযোগটি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

সায়মা ইসলাম

×