
ছবি: সংগৃহীত
মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে মা বাবার সাথে আসা ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন খবর ছড়িয়ে পরে। এই খবরে উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে এবং অভিযুক্ত কিশোরকে প্রথম দফা গণপিটুনি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করতে যায় পুলিশ। গাড়িতে করে খিলক্ষেত বাজারে পৌঁছালে জনগণ ঘিরে ধরে। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দ্বিতীয় দফা গনপিটুনি দেয় জনতা। এসময় ভাঙচুর করে পুলিশের গাড়ি, আহত হন পুলিশের কয়েক সদস্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। গনপিটুনিতে আহত কিশোর ও সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয় খিলক্ষেত থানার ওসির সাথে। কিন্তু, তিনি কল রিসিভ করেননি।
এদিকে, রাজধানীর পল্লবীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিষয়ে মামলা করেছেন এক নারী। পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।
মায়মুনা