ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ০৫:১৯, ১৯ মার্চ ২০২৫

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

সাভারে সুলতান হোসেন সাগর (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে পৌর এলাকার সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে। সুলতান হোসেন সাগর সাভারের ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

জানা গেছে, এদিন রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। পরে সিআরপি তিন রাস্তার মোড়ে পৌঁছালে সাগরকে কুপিয়ে জখম করে চলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধুর সাথে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আসিফ

×