
সাত বছরের এক শিশুকে পান বরজে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় বখাটে রবিউল তালুকদারের বিরুদ্ধে জেলার উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর মা।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন, অভিযুক্ত রবিউল তালুকদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন।
এজাহারে জানা গেছে, উপজেলার শোলক ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের বাসিন্দা ওই শিশুকে ১৭ মার্চ দুপুরে প্রতিবেশী বখাটে রবিউল তালুকদার বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পান বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুর চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে বখাটে রবিউল দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মায়ের কাছে জানায়।
রিফাত