ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল টেকনোলজিস্ট, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ০৫:১২, ১৯ মার্চ ২০২৫

কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল টেকনোলজিস্ট, ভোগান্তিতে রোগীরা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) একে.এম ফরহাদ হোসেন প্রায়শই কর্মস্থলে থাকছেন অনুপস্থিত। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে না কোনো কার্যকর ব্যবস্থা। এতে রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি সরকারি কোষাগার থেকে তার  বেতন-ভাতা উত্তোলনের  বিষয়টিও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

স্থানীয় সূত্র ও হাসপাতালের রেজিস্ট্রার খাতা থেকে পাওয়া তথ্যনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আট দিন একে.এম ফরহাদ হোসেন অফিস করেছেন। অফিসে তিনি ডিজিটাল হাজিরা মেশিনে উপস্থিতি নিশ্চিত করে পরক্ষণেই চলে গেছেন। এছাড়া, এ তিন মাসে তিনি ১৫ দিন ঐচ্ছিক ছুটি কাটিয়েছেন। যা সরকারি চাকরি বিধির পরিপন্থী।

জানাযায়, ঢাকা-আরিচা ব্যস্ততম মহাসড়কের পাশে অবস্থিত শিবালয় উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অসংখ্য রোগী সেবা নিতে আসে। এখানে প্যাথলজি বিভাগে ৩৮ ধরনের পরীক্ষা করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার কাঁচামাল না থাকায় তাও সাময়িক বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে সিবিসি (Complete Blood Count) পরীক্ষাও।

জনকন্ঠের এক প্রতিবেদকের সাথে কথা হয় হাসপাতালে পরীক্ষা করাতে আসা কয়েক জন রোগীর সাথে। তারা বলেন, নির্ধারিত সময়েও দায়িত্বপ্রাপ্ত কেউ এখানে উপস্থিত নেই। সাড়ে নয় টায় রক্ত নেওয়ার কথা থাকলেও  ১১টা পর্যন্ত কেউ আসেনি। আমরা কখন পরীক্ষা করাবো আর রিপোর্ট কবে পাবো?

এক রোগীর সাথে আসা সৌরভ নামে এক শিক্ষার্থী বলেন, জরুরী চিকিৎসায় যেখানে দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রয়োজন। সেখানে দুই দিনেও রিপোর্ট মিলে না। সঠিক সময়ে তাদের না পাওয়ায় এমন পরিস্থিতি এখানকার।

এখানে প্যাথলজি বিভাগের অপর মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, ফরহাদ হোসেন নিয়মিত অফিস করেন না। সে হাজিরা দিয়েই চলে যান। রোগীদের চাপ সামলাতে তাকে ফোন করে ডাকতে হয়। কাজের চাপ থাকায় রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। অভিযোগের বিষয়ে একে.এম ফরহাদ হোসেন বলেন, ছুটি ছাড়া তিনি কখনো কর্মস্থল ত্যাগ করেনি। যদি এমন কিছু ঘটে উর্ধ্বতন কর্তৃপক্ষ তা দেখবেন বলে আর কোন কথা বলেননি।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ আনিসুর রহমান বলেন, ফরহাদ হোসেন অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন।  তিনি অন্যত্র বদলির জন্য চেষ্টা করছেন। 
তবে, তার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ

×