
মেডিক্যাল কলেজ বন্ধের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ
নেত্রকোনা মেডিক্যাল কলেজ বন্ধের পাঁয়তারার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জেলা সদরে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতার অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১২টার দিকে নেত্রকোনা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শহরের ছোট বাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনতার অংশগ্রহণে পালন করা হয় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ।
চিকিৎসক মাজহারুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ প্রমুখ।