ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বগুড়ায় আ. লীগ নেতার স্ত্রীর মৃত্যু, শোকের মাঝেও যে অস্থিরতা!

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ০১:১৯, ১৯ মার্চ ২০২৫

বগুড়ায় আ. লীগ নেতার স্ত্রীর মৃত্যু, শোকের মাঝেও যে অস্থিরতা!

ছবিঃ প্রতীকী অর্থে

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের স্ত্রী এলিজা ইয়াসমিন কেয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ আজ (১৯ মার্চ) বুধবার বাদ যোহর বাদুরতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তবে পরিবারের শোকের এই মুহূর্তেও অনুপস্থিত ছিলেন মরহুমার স্বামী অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল ও তাদের জামাতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন, কারণ জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, সন্ত্রাস ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শোকের মাঝে অস্থিরতাঃ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে যখন স্বজনেরা শোকে মুহ্যমান, তখন স্বামী ও জামাতার অনুপস্থিতি বিষয়টিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। স্বজনদের শেষ বিদায়ে অংশ নিতে না পারার কষ্ট তাদের জন্য যেমন দুঃখজনক, তেমনি এলাকাবাসীর মাঝেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে, গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য সাদা পোশাকে বাদুরতলা এলাকায় অবস্থান নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশ ধারণা করছে জানাজা বা দাফনের সময় পলাতক আসামিরা উপস্থিত হতে পারেন, আর সেই সুযোগে তাদের গ্রেফতার করা হতে পারে।

ইমরান

×