ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ত্রিশ কেজিতে দুই কেজি কমঃ বালতিতে মেপে বিক্রি হচ্ছে সরকারি চাল!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫৮, ১৯ মার্চ ২০২৫

ত্রিশ কেজিতে দুই কেজি কমঃ বালতিতে মেপে বিক্রি হচ্ছে সরকারি চাল!

ছবিঃ বালতি দিয়ে মেপে বিক্রি হচ্ছে সরকারি চাল

বাউফলে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরের চাল মিটারের পরিবর্তে বালতি মেপে বিক্রয় করার হচ্ছে। এরফলে কম পরিমান চাল পাওয়ায় সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার লিটন মৃধা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে মেপে বিক্রয় করছেন। তিনি ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি করে চাল দিচ্ছেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) সুবিধাভোগীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করায় ডিলার চাল বিক্রয় বন্ধ করে দেন। চাল বিক্রয়ের সময় সেখানে সরকারি কোনো কর্মকর্তা (ট্যাগ অফিসার) ছিলেন না।

কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সুবিধাভোগী রাজ্জাক মৃধা বলেন, সকাল থেকে বালতি মেপে চাল বিক্রয় করছেন লিটন মৃধা। এতে মাপে কম হচ্ছে। কাউকে ২৮ কেজি আবার কাউকে ২৯ কেজি চাল দিচ্ছেন তিনি। চাল বিক্রির সময় সেখানে ট্যাগ অফিসার ছিলেন না।

মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন মৃধা বলেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রত বিতরণের জন্য বালতি ভরে চাল মেপে দিচ্ছি।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার পুনরায় মিটার দিয়ে মেপে চাল বিক্রয় করা হবে।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান

×