
ছবিঃ সংগৃহীত
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভা আজ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে ২৬শে মার্চ সকালবেলা বিপ্লব উদ্যানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা। একই দিন যোহরের নামাজের পর নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২৭শে মার্চ চাঁদগাঁও স্বাধীনতা পার্কে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের কর্মসূচি। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এ জরুরী সভায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার মধ্যে রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, জমি দখল বা সাধারণ জনগণকে হয়রানি করার মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ লক্ষ্যে মহানগর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে থানায় থানায় যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে যে সাংগঠনিক টিম করা হয়েছে সেসকল টিম স্ব স্ব এলাকায় তদারকির মাধ্যমে সন্ত্রাসী চাঁদাবাজদের নামের তালিকা জমা দেবেন।
তাদের দায়িত্ব থাকবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা সংগ্রহ করে মহানগর বিএনপির কাছে জমা দেওয়া। যদি কোনো দলীয় নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিকভাবে বহিষ্কারসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় এই মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে এবং মহানগর বিএনপি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান নগরের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আব্দুল সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিন।
সভায় বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল, যুবদলের সাবেক সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন এবং কৃষক দলের মোহাম্মদ আরমান।
সভায় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোন অবস্থাতেই দলের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরান