ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

১০ দিনের রিমান্ড

আরসা প্রধান আতাউল্লাহ পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও কক্সবাজার

প্রকাশিত: ০০:১৪, ১৯ মার্চ ২০২৫

আরসা প্রধান আতাউল্লাহ পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার

আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ জুনুনীসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতদের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির এই রিমান্ড মঞ্জুর করেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ুম খান। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ২০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় আসমিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনী, আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে হাসান (১৫)। পরবর্তীতে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে পুলিশ জানায়, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা   নাশকতামূলক অপরাধ কর্মকা- সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র‌্যাব ও পুলিশ  গোপন সংবাদ পায় যে, আসামিরা নাশকতামূলক কর্মকা- সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সাংবাদিকদের জানান, আসামিরা বাংলাদেরে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে বিভিন্ন  জায়গায় গোপন বৈঠক করে অপরাধমূলক কর্মকা- সংগঠিত করার জন্য। তাদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপর্ণ তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন। আদালত শুনানি শেষে দুটি মামলায় ৬ আসামিকে পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। দুটি মামলায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

কক্সবাজারে খুশির বন্যা ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যকে রোহিঙ্গাবিহীন রাখাইন রাজ্য বানানোর পরিকল্পনা বাস্তবায়নকারী দেশটির সেনা বাহিনীর অন্যতম দালাল আরাকানের ‘আরসা’ বাহিনীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী অবশেষে বন্দি হয়েছে র‌্যাবের খাঁচায়। বহু খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ঘটনার মূল হোতা ‘আরসা’ বাহিনীর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে ৬ কমান্ডারসহ আটক করেছে র‌্যাব। এ খবরে কক্সবাজারে স্থানীয়দের মধ্যে খুশির বন্যা বইছে।

×