ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বরিশালের বাকেরগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি 

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২৩:২৫, ১৮ মার্চ ২০২৫

বরিশালের বাকেরগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি 

ছবি: জনকণ্ঠ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদর রোড বর্ষন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) বিকেলে চুরির ঘটনা ঘটে। বর্ষন জুয়েলার্স দোকানটি বাকেরগঞ্জ থানার পাশেই। দিনে দুপুরে থানার পাশে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

বর্ষন জুয়েলার্স মালিক বিমল চন্দ্র দাস বলেন, দুপুর ২ টায় দোকান বন্ধ করে বাসায় গেলে বিকেলে ৪ টায় দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তালা খোলা এবং শোকেস ভাঙ্গা। এতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। 

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। 
 

শহীদ

×