ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ষড়যন্ত্র শেষ হয় নাই,ওয়ান ইলেভেনের কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে: শহিদুল ইসলাম বাবুল

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

প্রকাশিত: ২১:১৮, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:২৮, ১৮ মার্চ ২০২৫

ষড়যন্ত্র শেষ হয় নাই,ওয়ান ইলেভেনের কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে: শহিদুল ইসলাম বাবুল

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  শহিদুল ইসলাম বাবুল বলেন ষড়যন্ত্র শেষ হয় নাই। ওয়ান ইলেভেনের কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে। এইসব ছলাকলা চলবে না।

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি প্রয়োজনে আবারো লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এ সময় তিনি ট্রেনিং জমা দেয়নি বলে হুঁশিয়ারী দেন।আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও মহানগর কৃষক দলের সভাপতি এডভোকেট মামুন অর রশীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

আফরোজা

×