ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ করে মারধর, ইলেক্ট্রিক শক দিয়ে চাঁদা আদায়

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২১:০৮, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৯, ১৮ মার্চ ২০২৫

নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ করে মারধর, ইলেক্ট্রিক শক দিয়ে চাঁদা আদায়

ছবি: সংগৃহীত।

কুমিল্লার চান্দিনায় এক নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ করে মারধর ও ইলেক্ট্রিক শক দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার ছায়কট এলাকার একটি বাগানে এই ঘটনার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা দুই এনজিও কর্মীকে আটকে রেখে তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। ইলেক্ট্রিক শক দিয়ে মারধর করা হয় এবং তাদের কাছে থাকা ২৬ হাজার টাকা ও মোবাইল বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করা হয়। এরপর অপহরণকারীরা তাদের মুক্তিপণ হিসেবে আরো ২ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন, ফলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় এনজিও কর্মী তারেকুর রহমান মঙ্গলবার চান্দিনা থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলাচ্ছে।

এদিকে, আহত দুই এনজিও কর্মীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নুসরাত

×