
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার কর্মকতাদের উপর হামলা চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সহযোগি মাদক করাবারীরা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ী সেলিম কসাইয়ের বাসা থেকে বিপুল পরিমাণ গাজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারি পরিচালক রিফাত হোসেন জানান, তার নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের বিপরীত গলিতে অবস্থিত মো: রাসেল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া চিহিৃত মাদক ব্যবসায়ী কসাই সেলিমের বাসায় অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কসাই সেলিম, রাসেল, পোড়া কাকন, শাওন চারজনকে আটক করা হয়। এসময় মাদক কারবারি কসাই সেলিমের সহযোগিরা ২০ থেকে ২৫ জন মিলে অভিযানে যাওয়া মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের টিমকে ঘিরে ফেলে । এক পর্যায়ে মাদক কারবারী দেশেী অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আটক চার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালায়। অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৭০০ পিছ ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, হেরোইন, দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ অসংখ্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক রিফাত হোসেন জানান, মাদক কারবারি কসাই সেলিমে ভাড়া বাসায় অভিযান চালিয়ে কসাই সেলিমসহ চার মদক ব্যবসায়ীকে আটক করি। পরে কসাই সেলিমের সহযোগিরা আমাদের উপর হামলা করে তাদের ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপানো চেষ্টা করে। পরে আমরা একটি রুমের ভেতের গিয়ে আশ্রয় নেই। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি গিয়ে আমাদের উদ্ধার করে এবং ওই বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদব দ্রব্য উদ্ধার করে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সহযোগিতায় ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাজা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আফরোজা