
ছবি: সংগৃহীত
নিম্মমানের খাবার পরিবেশন, আবাস্থল অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরক ও মানুষিক নিযার্তনসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাটে সরকারী শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট শহরতলীর দশানীর পচাদিঘির পাড়ে অবস্থিত বাগেরহাটে সরকারী শিশু পরিবারে প্রধান কার্যালয়ের এই অভিযান চালানো হয়। দুদক, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ৩ ঘন্টাব্যাপি অভিযানে,বেশকিছু অনিয়মের প্রমান পেয়েছেন দুদক কর্মকর্তারা।
অনেক কিশোরীরা জানিয়ছেন,সরকারী নিয়ম অনুযায়ী বরাদ্বের চেয়ে খাবার কম দেওয়া যা নিম্মমানের, তাদের জামা-কাপড়সহ মশারি, বালিশ তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না। দেওয়া হয় না নুন্যতম চিকিৎসেবা। বালিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কতৃপক্ষ।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সাইদুর রহমান বলেন, নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। অনেক অনিমের প্রমান পেয়েছি। এখানে অনেক এতিম ও অসহায় বালিকারা থাকেন, তাদের নিম্মমানের খাবার দেওয়া হয়।
এছাড়া কিশোরীদের জামা-কাপড়সহ মশারি, বালিশ তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না।দেওয়া হয় না নুন্যতম চিকিৎসেবা। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কতৃপক্ষ। ইফতারীও কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্কুল বন্ধ দিয়ে শিশুদের দিয়ে রান্না করানো হয় বলে অভিযাগ রয়েছে। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য-প্রমান পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।
শিলা ইসলাম