ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:৪০, ১৮ মার্চ ২০২৫

নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: দৈনিক জনকণ্ঠ

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ)। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার র‍্যাব-১৪-এর সিপিসি-২ (কিশোরগঞ্জ) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলেন— হবিগঞ্জ সদরের বড় বউমা গ্রামের জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের সুমন মিয়া (৩৫) ও গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জুয়েল (৩৮)।

র‍্যাব সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন জমজম ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসের ভেতরে প্যাকেটে মোড়ানো ৩৫ কেজি গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

র‍্যাব কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সঞ্জয় সরকার/ফারুক

×