
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে ৫’শ শয্যা বিশিষ্ট শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সিটিস্ক্যান মেশিন গত ১২ দিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে।
এতে হাসপাতালে দূর-দুরান্ত থেকে আগত রোগীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরকার রাজস্ব খাতের আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
এ হাসপাতালে সিটিস্ক্যান করার জন্য প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন রোগী আসেন। হাসপাতালে ভর্তি নিয়মিত রোগী ছাড়াও প্রতিদিন রেফার্ড রোগীও আসেন সিটিস্ক্যান করার জন্য।
শরীরের বিভিন্ন অঙ্গে সুক্ষ রোগ নির্ণয়ের জন্য সিটিস্ক্যান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ। একটি মেডিকেল কলেজে সেই সিটিস্ক্যান মেশিন বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
সিটিস্ক্যান মেশিন অপারেটর শফিকুল ইসলাম জানান, গত ৮ মার্চ থেকে সিটিস্ক্যান মেশিন বিকল। এ ব্যাপারে মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মায়মুনা