ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর - অতিরঞ্জিত :প্রেস উইং

প্রকাশিত: ০৯:১৩, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ০৯:১৪, ১৮ মার্চ ২০২৫

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর - অতিরঞ্জিত :প্রেস উইং

ছবি:সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই এবং বাংলাদেশকে অতিরঞ্জিত ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। পাশাপাশি, দেশটি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। সরকারের বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও মাঝে মাঝে চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আইন-শৃঙ্খলা, সামাজিক সংস্কার ও সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে।

 

 

ইসলামিক খেলাফত ধারণার সাথে বাংলাদেশকে যুক্ত করার প্রচেষ্টাকে সরকার কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তুলসী গ্যাবার্ড একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে এবং ইসলামপন্থী চরমপন্থার উত্থান ঘটেছে। সরকারের বিবৃতিতে এই দাবিগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

 

 

 

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দেশের অগ্রগতির কথা তুলে ধরা হয়।

আঁখি

×