
ছবিঃ সংগৃহীত
ঈদ মানেই বাহারি রকমের ড্রেস কেনাকাটা, তবে এবার পাকিস্তানি ড্রেসের চাহিদা বেশি।
একজন বিক্রেতা বলেন, সবাই শুধু পাকিস্তানি ড্রেস চায়, পাকিস্তানি ড্রেসের উপর এত কনফিডেন্স কেন জানি না। আবার অনেকে আছে একসাথে অনেকগুলো ড্রেস দেখে জিজ্ঞেস করে এগুলো কোন জায়গার, যখন বলি পাকিস্তানি; তখন বলেন ভারতীয় ড্রেস আলাদা রাখেন, পাকিস্তানি ড্রেস দেন। আশা করি পাকিস্তানের উপরে সবার চাপ যাচ্ছে।
রিফাত