
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকের স্ট্যাটাস কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার আল করা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টা এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, ফেসবুকের একটি স্ট্যাটাস কে কেন্দ্র করে আল করা গ্রামে পাশাপাশি দুটি বাড়ির দু পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত সাত-আট জন আহত হয়েছেন। এছাড়া পাঁচ-ছয়টি বাড়ি ঘর ভাঙচুর হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয় সূত্রগুলো জানায় ওই ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর করা হয়।
রিফাত