
রাজধানীতে হঠাৎ দুই মিনিটের বৃষ্টি স্বস্তির পরশ বুলিয়ে দেয়
দেশের ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসের জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এর মাঝে চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। জনমনেও কিছুটা স্বস্তি মিলেছে। যদিও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।
সোমবার সকাল থেকে রোদ উঠলেও দুপুর ২টা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে রাজধানীর আকাশ। দুপুর আড়াইটা থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেল ৩টার পর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে থাকে।
এদিক হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। রাজধানীর বাংলামোটর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আকস্মিক বৃষ্টিতে কিছুটা ভোগান্তিও বেড়েছে কর্মজীবীদের।
তসলিমা আক্তার নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, আমার অফিস কাওরান বাজারে। ডিউটি বিকেল থেকে। দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছি। ছাতা ছাড়া বের হয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে বৃষ্টির দেখা পেয়েছি, সেটাই অনেক কিছু। এতে গরম কিছুটা কমতে বলে আশা করছি।
এদিকে আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আজ মঙ্গলবার থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবাহওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙমাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বাঘাবাড়িতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬, রাজশাহীতে ৩৭ দশমিক ৫, রংপুরে ৩২ দশমিক ৭, ময়মনসিংহ ৩৪, সিলেটে ৩১, চট্টগ্রাম ৩২, খুলনা ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।