ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রবাসী আয়ের নামে এক ব্যক্তির ৭শত ৩০ কোটি টাকা কর ফাঁকি

প্রকাশিত: ২৩:১৫, ১৭ মার্চ ২০২৫

প্রবাসী আয়ের নামে এক ব্যক্তির ৭শত ৩০ কোটি টাকা কর ফাঁকি

ছবি : সংগৃহীত

প্রবাসী আয়ের নামে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন, এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান। যদিও সেই ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।

বিকেলে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্ত শেষে শিগগিরই সেই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, আইনের প্রয়োগ না থাকায় কর ফাঁকির টাকা আদায় করা যাচ্ছে না। ফলে অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা।

তিনি বলেন, সুশাসনের অভাবে অল্প কিছু মানুষের হাতে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ। এতে সামগ্রিকভাবে ক্ষতির মুখে পড়ছে দেশ।

তিনি বলেন, এমন ট্যাক্স পাওয়া গেল, যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন এবং উনি বলছেন, এটা উনার ওয়েজ আর্নার এবং উনার ট্যাক্সের। এই যে আপনারা যে প্রশ্নটা করলেন, কেন গিনি কোফিশিয়েন্ট উল্টো দিকে হাঁটছে? এর কারণ হচ্ছে, ‍ঋণ। হয় আমরা এগুলো দেখি নাই অথবা বুঝি নাই, দেখলেও না দেখার ভান করছি।

মো. মহিউদ্দিন

×