ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল 

কাজী খলিলুর রহমান, নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশিত: ২১:৫২, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২২:০১, ১৭ মার্চ ২০২৫

বাঞ্ছারামপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল ও পৌর শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৭ মার্চ) বিকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অটোরিয়ামে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম আব্দুল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ইব্রাহিম সরকার।  

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা জাসস আহ্বায়ক আ. সালাম, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমএ শিপন, সাবেক যুগ্ম-টিপু সুলতান, সাবেক যুগ্ম-আহ্বায়ক রাজন, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আজিজ শাওন, উপজেলা ছাত্রদল নেতা আমির হোসেন রাশেদ, ছাত্রনেতা ফয়সাল প্রমুখ।

এর আগে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা সদরের পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

আফরোজা

×