
ছবি : সংগৃহীত
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করতে গেলে বিজিবির বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ। ঘটনায় সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দহগ্রাম সর্দারপাড়া এলাকায় শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের পশ্চিমবঙ্গ ৬-বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। এসময় স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে। এ সময় বিএসএফ কাজ বন্ধ করে চলে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।