
ছবি: মানববন্ধন
বাগেরহাটের চিতলমারী উপজেলার মৎস্যজীবি পরিবারে সরকারি চাল জোর পূর্বক কেড়ে নিয়েছে দুবদল পরিচয় দানকারী তিন যুবক।
এরা হলেন উপজেলা চরডাকাতিয়া মুসলিম পাড়া গ্রামের সত্তার শিকদারের ছেলে ইস্রাফিল শিকদার (৪০) কেরামত আলী শিকদারে ছেলে আরিফুল শিকদার (৩৫),সামাত শিকদারের ছেলে শাহ আলম(৪৫)।
এই চাল কেড়ে নেয়ার প্রতিবাদে সোমবার (১৭ মার্চ) বিকেলে চরডাকাতিয়া চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়েছে।
তারা ওই দুষ্কৃতকারীদের শাস্তির ও তাদের পাওনাকৃত চাল ফেরতে দাবীতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন পর বৃহস্পতিবার (১৩মার্চ)দুপুর ২টায় সময় উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে চরবানিয়ারী ইউনিয়নের দরিদ্র মৎস্য জীবিদের চাল বিতরণ করা হয়।
এদিন চরডাকাতিয়া গ্রামে যতীন্দ্র নাথ পান্ডে ছেলে রনজিত পান্ডে, ও প্রফুল্ল বালার ছেলে পরিমল বালা চাল নিয়ে ফেরার পথে যুবদল নেতা পরিচয় দিয়ে তাদের কাছ থেকে অর্ধেক চাল কেড়ে নেয়।
চিতলমারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দরিদ্র মৎস্যজীবিদের পরিবার প্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। দরিদ্রদের সেই চাল কেউ কেড়ে নেয়ার বিষয়টা খুবই দুঃখজনক। এটা কোন ভাবেই মেনে নেয়া হবেনা। লিখিত অভিযোগ পেলে, অপরাধীদের শাস্তি আওতায় আনা হবে।
অপরদিকে চাল কেড়ে নেয়ার প্রতিবাদে সোমবার দুপুরে চরডাকাতিয়া গ্রামে চৌরঙ্গীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন, চরডাকাতিয়া গ্রামের মৃতঃ মোহরআলী ছেলে মোঃ ইয়ার আলী শেখ (৫০),মোঃ কাউছার শিকদার এর ছেলে চরবানিয়ারী ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি জাকারিয়া শিকদার, জামায়াত নেতাসহ আরও অনেকে।
এ ব্যপ্যারে উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদ সোমবার বিকালে এই প্রতিবেদককে মোবাইলে জানান, দলের নাম ভাঙ্গিয়ে আমার মায়ের পেতে ভাই ও যদি অন্যায় করে, তাকে ছাড় দেয়া হবে না। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
শিলা ইসলাম