
ছবি : সংগৃহীত
মির্জাপুরে ভুয়া র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় হানিফ খান (৪৫) ওরফে সোহেল রানা নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফের বাড়ি পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামে। তার পিতার নাম বক্তার খান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র্যাবের সদস্য পরিচয় দেওয়া হানিফ খানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।