
ছবি : সংগৃহীত
ভাণ্ডারিয়ায় ডাকাতির সময় মিজান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় অন্য ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তাগীর আলম এ আদেশ দেন। এসময় দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলো, ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)। খালাসপ্রাপ্তরা হলেন, ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত। নিহত মিজান (২৩) ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আঃ ছোমেদের পুত্র।