ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাঁশখালীতে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম 

প্রকাশিত: ২০:০১, ১৭ মার্চ ২০২৫

বাঁশখালীতে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউপি হতে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেসমিন আক্তার (২৮) নামে তিন সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর নতুন পাড়া নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত জননী পুকুরিয়া ইউনিয়নের চন্দপুর ৪ নাম্বার ওয়ার্ড নতুন পাড়া এলাকার ফজল কাদেরের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেন দম্পতিটি। তবে সম্প্রতি নিহত জননীর স্বামী ফজল কাদের তার অমথে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেন।


এতে তার প্রথম স্ত্রীর ও সন্তানদের কোন খোঁজখবর ও ভরণ পোষণ দিতেন না। ভরণ পোষণ দেয়ার পরিবর্তে উল্টো স্ত্রীকে মারধরসহ বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করতেন স্বামী ফজল কাদের। এমনকি এক মাস আগেও এভাবে বাসায় এসে ফজল কাদের স্ত্রীকে বেধড়ক মারধর করে হাত-মুখে রক্তাক্ত করেছিল বলেও স্থানীয়রা জানায়। যার ধারাবাহিকতায় রবিবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিভাদ হয়। এরই জের ধরে বসতঘরের চালার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেলে  পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে জেসমিন আক্তার নামের এক  গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য চমকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শহীদ

×