ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হোমনায় যুবকের গলা কেটে হত্যার দায়ে আটক ২ 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৯:৫৫, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৭, ১৭ মার্চ ২০২৫

হোমনায় যুবকের গলা কেটে হত্যার দায়ে আটক ২ 

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার হোমনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লাল নামে এক যুবককে গলা কেটে হত্যা করায়    অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

নিহতের মা শেলী বেগম বাদী হয়ে রবিবার(১৬ মার্চ) বিকেলে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার দুলাল নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

সোমবার(১৭ মার্চ) বিকেলে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট জসীমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,বিল্লাল হত্যায় নিহতের মা শেলী বেগম বাদী হয়ে অজ্ঞাত  হত্যা মামলা দায়ের করেছেন৷ এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।  হত্যায় বাকী জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, শনিবার রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে৷পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও ব্যবসায় অনিহা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করেছে। যারা খুন করেছে তারা সবাই একই এলাকার।

শহীদ

×