
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে সাইফুল্লাহ তালুকদার নামে শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে স্বজনরা টের পেয়ে দ্রুত হাসপাতালে নেয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
এ ঘটনার পর থেকে সন্ত্রাসী ওয়াহেদুজ্জামান তানভীর ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকাল সোয়া ৫ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার বিকালে সাইফুল্লাহ তালুকদারের ভাই নোমান বলেন, গত বছরের ডিসেম্বরে সন্ত্রাসী তানভীর তার চাচা নজরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল্লাহ তালুকদারের ভাই স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর বারী খসরু নজরুল ইসলামকে চিকিৎসা করার সহায়তা করে। এরপর থেকে তানভীর তাদের প্রতি ক্ষিপ্ত ছিলেন ও বিভিন্ন সময়ে ইউপি সদস্য মাহফুজুর বারী খসরু নজরুল ইসলামের দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসব ঘটনায় থানায় মামলা রয়েছে।
তিনি আরও বলেন, এঘটনার জেরে সাইফুল্লাহ তালুকদারকে কুপিয়ে হত্যা চেষ্টা করে সন্ত্রাসী তানভীর। টের পেয়ে তার স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সাইফুল্লাহ তালুকদারের কুপের চারটি গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এর মাঝে একটি কুপের চিন্হ বুকে রয়েছে। যে কারণে চিকিৎসক তাকে অবজারবেশনে রেখেছে। এখনো এ ঘটনায় কোন অভিযোগ করা হয়নি। তবে, অভিযোগ দিবেন বলেও জানান তিনি।
নান্দাইল থানার ওসি (তদন্ত) মোজাহিদ বলেন, খবর পেয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় অভিযোগ পেলে সাথে সাথে মামলা নেয়া হবে। তাছাড়া আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শিলা ইসলাম