ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সাটুরিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৮:০৫, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০৫, ১৭ মার্চ ২০২৫

সাটুরিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে সেমিনার

ছবি: দৈনিক জনকণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে উপজেলা ৯টি ইউনিয়নের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়ার ফিল্ড সুপারভাইজার মাইনুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা, দরগ্রাম ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানা ফয়জী, ইফামার কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান মনির, মাওলানা রফিকুল ইসলাম ও শাহিন সরকার প্রমুখ।

সেমিনারে বক্তারা ইসলামে যাকাতের গুরুত্ব ও দারিদ্র্য বিমোচনে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। তারা জনগণকে সরকারি যাকাত ফান্ডে অর্থ জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হতে পারেন।

 

মোঃ মাহবুবুর রহমান রানা /ফারুক

×