
ঢেউটিন বিতরন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান
পটিয়া উপজেলায় অগ্নিদুর্গত ২২ জেলে পরিবার পেল ঢেউটিন ও চাল। সোমবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে এ ঢেউটিন ও চাল বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ দে ও জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বখতিয়ার মোঃ বকুল।
গত ৯ মার্চ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ২২ জেলে পরিবার নিঃস্ব হয়ে যায়। উপজেলা প্রশাসনের উদ্যাগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ১% বরাদ্দ থেকে ঢেউটিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে চাল বিতরণ করা হয়।
আবীর