ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ০৮:৩৯, ১৭ মার্চ ২০২৫

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার, চর নাসিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দের পাশাপাশি মালিককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৬ মার্চ), বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার মেশিনটি জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদী ভাঙ্গনসহ দিন দিন ফসলী জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

মায়মুনা

×