ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৪:১৭, ১৭ মার্চ ২০২৫

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

চলমান অনলাইন ক্লাসের ইতি টেনে আগামীকাল ১৮ মার্চ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামীকাল ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 

অপরদিকে অফিস সমূহ আগামী ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ চালু থাকবে। 

এর আগে গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রমজান মাস উপলক্ষে ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস ও স্ব-শরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

আসিফ

×