
ছবিঃ সংগৃহীত
সংসারের জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর (৩৫)। প্রায় দশ বছর যাবত ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান, বাকিতে বেচাকেনা করে দেনাদার হয়ে পড়েন। লোন নেওয়া পাওনাদারদের চাপ সইতে না পেরে অবশেষে আজ (১৬ মার্চ) রোববার সন্ধ্যায় বিষপান করে অত্মহত্যার পথ বেছে নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমত পাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু ইউনিটেক্স মিলের সামনে চৌধুরী মার্কেটে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ থেকে। বাকিতে বিক্রি টাকা আদায় না হওয়ায়, মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা দেনাদার হয়ে যায় টিটু, একদিকে বাকি বিক্রির টাকা আদায় করতে না পারা, অন্যদিকে পাওনাদারদের অধিক চাপ সইতে না পেরে সবশেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
আজ বিকেল ৫ টায় বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসারত অবস্থায় রাত ৮ টায় মৃর্ত্যুবরণ করেন।
স্থানীয়রা জানায়, টিটু ধর চৌধুরী মার্কেটে বেশ পরিচিত মুখ। সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক ছিল। পরিচিত বন্ধু-বান্ধবদের কে বাকি দিয়ে তার দোকানের মূলধন হারিয়ে ফেলে। দোকানে মালামাল তুলতে গিয়ে দেনাদার হয়ে পড়েন। সামনে ঈদ তাই পাওনাদাররা টাকা পরিশোধে চাপ দিতে থাকে। এতে সে মনোবল হারিয়ে ফেলে।
গত কয়েকদিন ধরে তাকে হতাশ দেখাচ্ছিল বলে জানা গেছে। তার বাবা, মা, স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে চৌধুরী মার্কেটের ব্যবসায়ীরা মর্মাহত বলে জানায়।
ইমরান