
ছবিঃ সংগৃহীত
গাজীপুরে দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল গাফফার দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার আওড়াখালি বাজার এলাকায় দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় হামলাকারীরা গাফফারের মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিক আব্দুল গাফফার ও স্থানীয়রা জানান, রবিবার (১৬ মার্চ) রাতে গাজীপুর শহর থেকে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন গাফফার। পথে কালীগঞ্জ উপজেলার আওড়াখালি বাজার এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা মোটরসাইকেল থেকে নামিয়ে গাফফারকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা সহকর্মী (যুগান্তর পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি) খোরশেদ আলমকেও মারধর করে।
হামলাকারীরা এসময় ওই দুই সাংবাদিকের মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত সাংবাদিক দুইজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হলে একটি মহল ক্ষুব্ধ হয়। এর জেরে এ পরিকল্পিত হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন।
ইমরান