
ছবিঃ সংগৃহীত
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার ঘটনায় এসকেন্দার শেখ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চর-সারুলিয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই গ্রামের সালাম শেখের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এসকেন্দার নামে ওই যুবকের তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে রাতে সবাই যার যার ঘরে ঘুমাতে চলে যায়। রোববার সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি থেকে একটু দূরে একটি পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিন আসরের নামাজে বাদ জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জনকন্ঠকে জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইমরান