
বাউফলের দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজমের ব্যক্তিগত উদ্যোগে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উহিল উদ্দিন প্যাদা বাড়ীর সামনের এই কাঠের ব্রীজটি নির্মাণ করা হয়।
কয়েক বছর ধরে স্থানীয়রা সেতুর অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন।বিষয়টি উপলব্ধি করতে পেরে বিএনপি নেতা আলী আজম নিজ অর্থায়নে এবং নিজে উপস্থিত থেকে আয়রন ভীমের উপর কাঠের স্লিপার দিয়ে সেতুটি নির্মাণ করে দেন।তার এ মহতি উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
আবু জাফর নামের এক ব্যক্তি বলেন, কয়েক বছর ধরে সেতুটি ভাঙ্গাচোড়া অবস্থায় পরে ছিল। এলাকার লোকজন সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়ত করতো। বিষয়টি আমরা কয়েকজন বিএনপি নেতা আজম ভাইকে জানালে তিনি আজ রবিবার নিজ খরচে সেতুটি করে দেন।
বিএনপি নেতা আলী আজম বলেন, "বিষয়টি আগে জানলে আমি সেতুটি আগেই করে দিতাম। সেতুটি করে দিতে পেরে আমি নিজেও খুশি।"
আফরোজা