ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রামপালে চিংড়ি ঘের দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ২২:০৯, ১৬ মার্চ ২০২৫

রামপালে চিংড়ি ঘের দখলের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন, ছবি: জনকণ্ঠ

বাগেরহাটের চিংড়ি ঘের সমৃদ্ধ রামপাল উপজেলায় বেপরোয়া ঘের দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গিলাতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে ঘের দখলবাজদের "জাতীয়তাবাদী পোনা ছাড়া দল" বলে নামকরণ করেন। এদলের সদস্য মুক্ত সরদার, মনির তালুকদার, ফিরোজ প্রফেসর, ইসরাফিল শেখ, তুহিন শেখ, সাইফুল ইসলাম-সহ ঘের দখলবাজ সকলকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দল থেকে বহিস্কারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ঘের দখল করে দল বেঁধে মাছ ছাড়ার ভিডিও ভাইরাল হয়েছে। কতিপয় ব্যক্তি বিএনপি'র নাম ভাঙ্গিয়ে আড়ো খোলা ঘের, বন্দী বান্দা মৎস্য খামার, নল বুনিয়া মৎস্য খামার, বড় খাল কুলসহ উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য খামার জবরদখল করে চিংড়ি মাছের পোনা অবমুক্ত করেছে। মানববন্ধন থেকে এসব "জাতীয়তাবাদী পোনা ছাড়া দল" এর নামে দখলবাজদের অবিলম্বে বিএনপি থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান। তারা বিএনপি নেতা এস, এম আব্দুল্লাহ এর নামে মিথ্যা অভিযোগে গুজব ছড়ানোর প্রতিবাদ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এস,এম আব্দুল্লাহ, ফকির আবু জাফর, আহসান তারেক, শেখ আল মামুন, শেখ গোলাম হোসেন, বাকী বিল্লাহ, শেখ কামরুল ইসলাম, শেখ আরিফ হোসেন, অহিদুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, হারুন রাজাসহ ৩ শতাধিক বিএনপি নেতা-কর্মীসহ জমির মালিক এবং স্থানীয়রা।

শহীদ

×