
নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নীলফামারী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক সোহানুর রহমান, শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, হরিমোহন রায়, বাধন আচার্য, চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত, প্রথম বর্ষের শিক্ষার্থী মাহা ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
হবিগঞ্জ
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ জানান, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে রবিবার বেলা পৌনে ১২টায় জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়।
পরে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিক্যাল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন।
এ সময় কয়েকশ’ লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব সামছুল হুদা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমেদ ওলি, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শোয়েব চৌধুরীসহ অন্যরা এতে বক্তব্য দেন।
মাগুরা
নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, রবিবার দুপুরে মাগুরা শহরে মাগুরা সরকারি মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার সর্বস্তরের জনগণ। বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।