
গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ।
রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ অডিটরিয়াম, বৃন্দাবন সরকারি কলেজসহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে সাঁটানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, এনডিসি জামাল উদ্দিন, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাংবাদিক অবদুল হালিম, জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা সাইদা শিমু, জিয়াউল হক রাজুসহ বন বিভাগের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।