ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পার্বতীপুরে জমির দখল নিতে ৫১ ফলদ গাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর

প্রকাশিত: ২১:০২, ১৬ মার্চ ২০২৫

পার্বতীপুরে জমির দখল নিতে ৫১ ফলদ গাছ নিধন

দিনাজপুরের পার্বতীপুরে এক অসহায় পরিবারের  ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করতে একটি প্রভাবশালী চক্র এক লাখ টাকা মূল্যমানের ৫১টি  বিভিন্ন ফলদ গাছ সম্পূর্ণরূপে নিধন করেছে। ১৪ মার্চ সকালে  বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষরা বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। শনিবার সন্ধ্যায় মোট ১৯ জনকে আসামি করে বাদী থানায় এজাহার দাখিল করেছেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোহাম্মাদ আলী (৪৮), সায়েম (৪৮), শামছুল ইসলাম (৩০), আঃ সাঈদ (৪৫)সহ মোট ১৯ জনকে আসামি করে বাদী থানায় এজাহার দাখিল করেছেন। তদন্ত  শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×