ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২০:১৭, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ২২:০১, ১৬ মার্চ ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ছবি: নীলফামারী- সৈয়দপুর মহাসড়ক

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নাঈম(৩৫) নামেন এক মোটরসাইকেল আরোহী।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী- সৈয়দপুর মহাসড়কের জেলা সদরের হরিবল্লব স্কুলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম জেলা সদরের কুন্দুপুকুরের সখের বাজার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় ওই যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে বিপরিত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়।

সদর থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নুসরাত

×