ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:০১, ১৬ মার্চ ২০২৫

চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে নির্যাতন

দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে মিঠুন (২০) ও লিংকন (২৩) নামের দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায়।

নির্যাতনের শিকার দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে রবিবার বিকেলে নির্যাতনে অভিযুক্ত দোকান মালিক মো. হাসানকে আটক করেছে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার।

নির্যাতনের শিকার দুই যুবক হলেন-বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চাঁন মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল বেপারীর ছেলে লিংকন (২৩)।

আটক দোকান মালিক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পার্শ্বের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়।

সকালে দোকান মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন পাশের ভাঙারী ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছে। পরে সাইদুলের স্বীকারক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোকজন।

ভিডিওতে দেখা যায়, এক যুবককে প্রচন্ড রোদের মধ্যে উপুর করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে।

এরপর পেছনে ঘুরে ঘুরে তার পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকান মালিক হাসান।

অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখা হয়েছে।

দোকান মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করছে।

উৎসুক জনতা চারপাশে দাঁড়িয়ে তা উপভোগ করছে।

এ প্রসঙ্গে দোকান মালিক মো. হাসান বলেন, আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারী দোকানে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ভাঙারি দোকান মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে। এজন্য ক্ষিপ্ত হয়ে ওই দুই চোরকে মারধর করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবককে ছেড়ে দিয়েছে।

ওসি আরও জানান, চুরি করা যেমন অপরাধ, চোর ধরে আইনের হাতে তুলে না দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা আরেকটি অপরাধ।

এ কারণে বিকেলে অভিযুক্ত দোকান মালিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.কে.

×