ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

১৫ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার কোটি টাকা

রেমিট্যান্সের পালে সুবাতাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১৬ মার্চ ২০২৫

রেমিট্যান্সের পালে সুবাতাস

ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১৬৫ কোটি ৬১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ ২০ হাজার ২০৪ কোটি টাকা।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ১১ লাখ ডলারের বেশি, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলারের রেমিট্যান্স। এর আগে, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।

শহীদ

×