
ছবি: সংগৃহীত
চলতি বছরের ২২ জানুয়ারী দৈনিক জনকন্ঠে দেশের পাতায় ‘তদন্তে পুকুরচুরির ঘটনা প্রকাশ’ শিরোনামে সৈয়দপুর রেলওয়ে কারখানার খবর প্রকাশের পর বিভাগীয় তত্বাবধায়ক মোস্তফা জাকির হাসানকে বদলী করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে সৈয়দপুর অফিসার্স ক্লাবে তাকে বিদায়ী সংবর্ধনা দেন কারখানার বিভিন্ন সপের কর্মকর্তারা।
জানা যায়, সৈয়দপুর রেল কারখানার টেন্ডারে অনিয়মের খবর প্রকাশের পর বাংলাদেশ রেলওয়ে ঢাকার জেএডিজি মো: রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির সদস্যরা সৈয়দপুর রেল কারখানায় তদন্তের স্বার্থে এখনও অবস্থান করছেন। তবে গোপনীয়তা রক্ষায় তদন্ত বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নয় রেলের এ জেষ্ঠ্য কর্মকর্তা।
বিদায়ী বিভগীয় কর্মকর্তা বদলীর পর সকালে তার স্থলাভিষিক্ত হিসাবে যোগদান করেন মো: শাহ সুফি নুর মোহাম্মদ। নতুন এ বিভাগীয় কর্মকর্তা দায়িত্ব বুঝে নেয়ার পর ইনচার্জদের নিয়ে সকল সোপ পরিদর্শন করেন। পরে রেলওয়ে কারখানার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন।
শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ২০০১ সালে বুয়েট থেকে বিএসসি পাশ করার পর ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করি। দীর্ঘ ১৯ বছর দেশের বিভিন্ন অফিসে কাজ করেছি। বর্তমান সৈয়দপুর রেলকারখানায় যোগদানের পর কয়েকটি লক্ষ্য স্থির করেছি। শতবর্ষি এ কারখানার আধুনিকায়ন, সিমিত সম্পদের সর্বচ্চ ব্যাবহারের মাধ্যমে সেবা কার্য চলমান রাখা। সাথে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে পরনির্ভশীলতা কমিয়ে আনা।
নুসরাত