ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কাড়ি কাড়ি টাকা ঢেলে আমার জামাইকে নিয়ে আসবো: সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী

প্রকাশিত: ১৯:২৫, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৭, ১৬ মার্চ ২০২৫

কাড়ি কাড়ি টাকা ঢেলে আমার জামাইকে নিয়ে আসবো: সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী

ছবি : জনকণ্ঠ

“হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই। ঠিক আছে। মামলা যখন আছে, অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে তো টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন, আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাড়ি কাড়ি, বান্ডেল বান্ডেল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রাইখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে, আমার কাছে আসবে। তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। ঠিক আছে। সবাই আমার জামাই, যারা সাজ্জাতের সাপোর্টার আছো, আমার জামাইর জন্য দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে। ধন্যবাদ।”

এভাবেই ফেসবুকে এসে প্রতিপক্ষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী। শনিবার রাত ১০:০০ টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবেই দেশের প্রচলিত আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর ঔদ্ধত্য প্রকাশ করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী।

এর আগেও চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী তৎপরতায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ২০২৪ সালে ১৭ জুলাই অস্ত্রসহ গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে আইনের ফাঁক ধরে সেবারেও পার পেয়ে যান এই সন্ত্রাসী। এর আগে গত বছর ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশ সহ অন্তত পাঁচজন আহত হন।

পরবর্তীতে ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাইজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। এ ঘটনা পর সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ কমিশনার। পুরস্কার ঘোষণার পর শনিবার রাত ১০:০০ টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করার পর ফেসবুকে এসে আবারো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে নেবার ঘোষণা দেন তার স্ত্রী। তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্য ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

নেটিনরা বলছেন, এভাবে ফেসবুকে এসে অর্থের বিনিময়ে শীর্ষ সন্ত্রাসীকে বের করে আনার ঘোষণা দেশের প্রচলিত আইনের প্রতি হুমকিস্বরূপ এবং সাধারণ মানুষের জন্য শঙ্কাজনক।

মো. মহিউদ্দিন

×