
ছবি: সংগৃহীত
কুমিল্লার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব সূত্রে জানা যায়, ১৬ মার্চ, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) কে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর থানার বালুতোফা গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৩,৭৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ,সদর থানা সহ বিভিন্ন থানায় ১২টিরও বেশি অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক সরবরাহ করে আসছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব সক্রিয় রয়েছে।
শিলা ইসলাম