
ছবি: সংগৃহীত
ইদের খুশি আপনজনদের সাথে ভাগাভাগি করতে আমরা ছুটে যাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে । ইদের বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় এই যাত্রা।
যাত্রা ও পরবর্তী কার্যক্রম স্বাভাবিক ও সুন্দর রাখতে প্রয়োজন কিছু সতর্কতা। আনন্দের মুহূর্তটি যেন কষ্ট বা ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ইদ যাত্রার কিছু সতর্কতা হলো:
১. বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির সুইচ বন্ধ করুন
২. বাসার ভেতরে ও বাইরের তালা নিশ্চিত করুন, দরজা জানালা ভালোমতো আটকান
৩. অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না
৪. পরিবারের সবাই মাস্ক পরে বের হোন
৫. যানবাহনে একা যাত্রী হয়ে উঠবেন না
৬. নিজের ব্যবহৃত জিনিসপত্র কারো সাথে শেয়ার করবেন না
৭. অঞ্জান পার্টি, মলম পার্টি থেকে সাবধান
এছাড়াও বয়স্ক ও শিশুদের যাতায়াতে বিশেষ যত্নবান থাকতে হবে। টিকিট বারবার চেক করে নিশ্চিত হতে হবে। পথে কোনো প্রকার সমস্যায় পড়লে সহায়তা পাওয়া যাবে এমন গুরুত্বপূর্ণ নম্বরগুলো সাথে রাখতে হবে। মালামাল ও সম্পদ নিজ দায়িত্বে রাখতে হবে। সর্বোপরি, সচেতনতা ও সতর্কতার সাথে যাত্রা করতে হবে।
মায়মুনা